ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে ব্যস্ত প্রতিমা কারিগররা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৭৮)
সনাতন ধর্মালম্বী বা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৪ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সেই উৎসবকে ঘিরে দিনাজপুর জুড়ে চলছে হাজারের বেশি প্রতিমা তৈরির কাজ। তাই এ সময়টায় মহাব্যস্ত প্রতিমা কারিগররা।
প্রতিমা তৈরির কারিগর পরেশ পাল সময়ের আলোকে বলেন, রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ। এখন দম নেওয়ারও সময় নেই আমাদের। প্রতিটি ম-পে প্রতিমায় মাটি লাগানোর কাজ শেষের দিকে। কয়েকদিনের মধ্যে রঙ করা শুরু হবে। দিনাজপুর শহরের বিভিন্ন মন্দির পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, কারিগরেরা এবার একটি প্রতিমা তৈরিতে ৩০-৮০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন।
দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু জানান, জেলায় এবার ১ হাজার ২৮৮টি ম-পে পালিত হবে দুর্গাপূজা। গতবারের তুলনায় এবার আটটি ম-প বেড়েছে। আগামী ৪ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপুজা। আর ৮ অক্টোবর মহাদশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম পিপিএম বলেন, দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close