ই-পেপার সোমবার ২৯ এপ্রিল ২০২৪
সোমবার ২৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশ আইন সমিতির সভাপতি সাজ্জাদ, সাধারন সম্পাদক কেশব
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১১:৩১ পিএম  (ভিজিট : ৪৫৭)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির ২০২০ সালের কার্যকরি সংসদের সদস্য নির্বাচনে সভাপতি পদে সুপ্রীম কোর্টের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন ও সাধারন সম্পাদক পদে ঢাকার অতিরিক্ত সিএমএম কেশব রায় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন চত্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ওসমান হায়দার সন্ধ্যা ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ নির্বাচনে সাধারণ সম্পাদক ছাড়া বাকী সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদকে পদে কেশব রায় চৌধুরী পেয়েছেন ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী  সৌমিত্র সরদার পেয়েছে ৩০ ভোট। মোট ১৮০ ভোটের ব্যবধানে সৌমিত্র সরদার পরাজিত হন।

এছাড়া কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে- মো. শফিউল আলম, নুর নাহার ওসমানী, মো. শাহ আলম সরকার, খান মোহাম্মদ শামীম আজিজ, সৈয়দ শবনম মুস্তারী, মো. জিশান মাহমুদ ও মো. বদিউজ্জামান। যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে- এইচ.এম.শফিকুল ইসলাম আশিক, মো. আরিফুজ্জামান ও নোমান হোসাইন তালুকদার। সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে- মো. রেজাউল করিম  রেজা) ও মো. ওমর হায়দার জুয়েল। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- শিহাব আহমেদ সিরাজী। সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. শরিফুল হক শুভ। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. সাইফুল ইসলাম জুবায়ের। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. মাইনুল ইসলাম। সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন-এস এম নুরে এরশাদ সিদ্দিকী। সাহিত্য, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মমতাজ পারভীন মৌ। সহ-সাহিত্য, শিক্ষা ও গবেষনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- আব্দুল হালিম। প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মোহাম্মদ ফুয়াদ হোসেন (সাহাদাত)। আইনগত সহায়তা ও সমাজকল্যান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- শহিদুল ইসলাম শহিদ। সহ-আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. আরাফাত আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- নিশাত ফারজানা। আপ্যায় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. আলমগীর হোসাইন। গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- রিমি নাহরিন। পরিকলাপনা ও উন্নয়ন কর্মসূচী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. সামিউল হক সামি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. শাহেদ খান ইয়াকুব। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- জিয়াউর রহমান। সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. আরমান হোসাইন।

এছাড়া সদস্য পদে বিজয়ীরা হলেন, কে,এম আব্দুল মান্নান, ডা. মো. শাহজাহান সাজু, মোল্লা মো. আবু কাওছার, মো. আলী আকবর, মো. কামরুজ্জামান আনছারী, হোসনে আরা বাবলী, মঞ্জুর মো. শাহ নেওয়াজ টিপু, সুফিয়া আহম্মেদ পান্না, এ,কে,এম আফজাল উল-মুনীর, সুপ্রিয়া দাস, মো. শাহিনুর ইসলাম ফারুক, দিহিদার মাসুম কবীর, শেখ সাইফুজ্জামান (জামান), মোহাম্মদ সৈয়দ হোসাইন চৌধুরী,  মোহাম্মদ মাসুম মিয়া, ফাতেমা রওশন জাহান, মোহাম্মদ মাফফুজুর রহমান আল মামুন, মো. নুরুল আলম সিদ্দিকী, রুমনা হক, মোহাম্মদ ওমর ফারুক আসিফ, এসএম সিরাজুল হুদা, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম (শাওন), আরেফা পারভীন তাপসী, মো. জুয়েল আহমেদ ও জাহিদ আহমেদ (হিরু)।

এদিন শুরুতে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন চত্বরে সংগঠনের ৩৪তম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি সিবেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া সম্মেলনে সুপ্রিম কোর্টের বিচারপতি, জেলা জজ ও বিভিন্ন পদমর্যাদার জজ, আইনজীবীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট একেএম আফজাল-উল-মুনীর।                   
                




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close