প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:২৭ পিএম আপডেট: ০১.০১.২০২২ ৭:২৬ পিএম | অনলাইন সংস্করণ Count : 857
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। ফলে মানুষের জীবন মান উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে মানবতার কাজে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ৩৭নং ওর্য়াড কাউন্সিলর জজাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক রেড ক্রসের কর্মকর্তা শিরিন সুলতানা।
/আরএ