ই-পেপার মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪

শীত থাকতে পারে শুক্রবার পর্যন্ত
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১:২৩ এএম  (ভিজিট : ৮১৪)
রোববার থেকে দেশজুড়ে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। বাড়তে পারে শীত। আগামী শুক্রবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই ঘন কুয়াশার কারণে বিমান ও নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে সড়কপথেও চলাচল ব্যাহত হতে পারে। কেন এ অবস্থা? এই প্রশ্নে আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই এ অবস্থা তৈরি হয়েছে।

এদিকে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। এখানে এদিন ১১ দশমিক ৬ শতাংশ তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৬ শতাংশ।

এদিকে গত শুক্রবার থেকে দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করছে। দেখা মিলছে না সূর্যের আলোর। শুধু তাই নয়, প্রচণ্ড শীতের কারণে শ্রমজীবী মানুষরা ঘর থেকে বের হতে পারায় কাজেও যেতে পারছেন না।

ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ কোনো কোনো এয়ারলাইন্সের ফ্লাইট দেরি করে ছাড়ছে। একই অবস্থা নৌরুটে। এর ফলে ভোগান্তিরা পড়ছে যাত্রীরা।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close