ই-পেপার বুধবার ১ মে ২০২৪
বুধবার ১ মে ২০২৪

ভারতে ক্রমশই বাড়ছে নারী ভোটের অনুপাত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:৫৪ পিএম  (ভিজিট : ১২৬)
ভারতে নারী ভোটের অনুপাত ক্রমশই বাড়ছে। এসবিআই রিসার্চ প্রকাশিত এক রিপোর্ট  অনুযায়ি, ২০২৯ সালে নারী ভোটারের অনুপাত ছাপিয়ে যেতে পারে পুরুষদের। ভারতের মাটিতে নারী ভোটারের অনুপাত বেড়েছে সয়ের সঙ্গে সঙ্গে। ১৯৬২ সালের লোকসভা নির্বাচনে পুরুষ ভোটদাতা ছিল নারী ভোটদাতার চেয়ে ১৬.৬৮ শতাংশ বেশি। যা এখন প্রায় এক শতাংশে নেমে এসেছে।  

সমীক্ষার রিপোর্ট অনুযায়ি,  ভারতে ২০২৯ সালের লোকসভা ভোটে সংখ্যার নিরিখে নারী ভোটারেরা ছাপিয়ে যেতে পারেন পুরুষদের। চলতি বছরের লোকসভা ভোটে পুরুষ ভোটারদের সংখ্যার কাছাকাছি পৌঁছে গিয়েছেন নারী  ভোটদাতারা। 

এসবিআই রিসার্চ প্রকাশিত ওই রিপোর্ট জানাচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটে মোট ৪২ কোটি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন তাদের মধ্যে ১৯ কোটি ছিলেন নারী ভোটার।  ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮৯ কোটি। তার মধ্যে ৪৬ কোটির কিছু বেশি পুরুষ এবং ৪৩ কোটির কিছু বেশি নারী। এ বার ভোটারের মোট সংখ্যা প্রায় ৯৬ কোটি ৮০ হাজার। এর মধ্যে সাড়ে ৪৯ কোটির কিছু বেশি পুরুষ এবং ৪৭ কোটির কিছু বেশি নারী। 

মূলত, ভারতে  নারী ভোটারের অনুপাত বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। ১৯৬২-র লোকসভা নির্বাচনে পুরুষ ভোটদাতা ছিল মহিলা ভোটদাতার চেয়ে ১৬.৬৮ শতাংশ বেশি। ২০০৪-এর নির্বাচনে এই পার্থক্য কমে হয় আট শতাংশ। ২০১৪ সালে  নারীদের  থেকে পুরুষ ভোটদাতা ছিলেন ১.৪৬ শতাংশ বেশি। ২০১৯ এবং ২০২৪-এ সেই ব্যবধান আরও কমেছে। আরও কমেছে ভোটপর্বে পুরুষ এবং নারীদের  অংশগ্রহণের অনুপাত। গত কয়েকটি সাধারণ নির্বাচনে ভোটদানের হার বিশ্লেষণ করে ওই রিপোর্ট জানাচ্ছে, ২০২৯ সালের সাধারণ নির্বাচনে ৭৩ কোটি ভোটার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। তাদের মধ্যে ৩৭ কোটি নারী ভোটার এবং ৩৬ কোটি পুরুষ ভোটার  হওয়ার সম্ভাবনা।

সময়ের আরেঅ




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close