ই-পেপার শুক্রবার ৩ মে ২০২৪
শুক্রবার ৩ মে ২০২৪

লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণ মহামায়ায় অবমুক্ত
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১১:১৫ পিএম  (ভিজিট : ৪৪৮)
সীতাকুণ্ডের লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়া (বার্কিং) হরিণ দেশের দ্বিতীয় বৃহত্তম লেক মীরসরাই মহামায়া ইকো পার্কে অবমুক্ত করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।  

সীতাকুণ্ডের কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আমার রেঞ্জ আওতায় খাবারের খোঁজে একটি মায়া হরিণ লোকালয়ে একটি বাড়িতে ডুকে যায়। পরে ঐ বাড়ির লোক আমাদেরকে খবর দিলে আমরা এবং সীতাকুণ্ড থানা পুলিশ গিয়ে মায়া হরিণটিকে বিকেলে উদ্ধার করে নিয়ে আসি। পরে মায়া হরিণকে মহামায়া ইকোপার্কে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, মায়া (বার্কিং) হরিণটি একটি পুরুষ। হরিণটির ওজন আনুমানিক ১০ থেকে ১২ কেজি হবে। এটা খাটো লালচে বাদামি লোম দ্বারা আবৃত। হরিণটি বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে আসতে পারে বলে মনে করেন তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  হরিণ উদ্ধার   মহামায়া ইকো পার্ক   অবমুক্ত   সীতাকুণ্ড   চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close