ই-পেপার বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
বৃহস্পতিবার ১৬ মে ২০২৪

গরমে অসুস্থ হয়ে ঢাকায় ২ জনের মৃত্যু
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০:৩২ পিএম  (ভিজিট : ১৯৪)
রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ায় অসুস্থ্য হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলে গুলিস্তানে মসজিদের ভেতর মিজানুর রহমান (৫২) ও ফুলবাড়িয়ায় বজলু মিয়া (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার (২৮ এপ্রিল)  সন্ধ্যার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা পীর ইয়ামেনী মার্কেট মসজিদের মুসল্লি মো. ইউসুফ জানান, আসরের নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন মিজানুর রহমান। মসজিদে যাবার পরই তিনি অন্য মুসল্লিদের জানান তার শরীর খারাপ লাগছে। তখন মুসল্লিরা ওযুখানায় নিয়ে তার মাথায় পানি ঢালেন। এরপর তার কিছুটা ভালো লাগলে জায়ামাতের সাথে নামাজে দাঁড়ান। তবে নামাজ শুরু হওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান।

হাসপাতালে মৃত মিজানুরের ছোট ভাই মো. হানিফ জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা থানার আনাইসকুটা গ্রামে। পরিবার নিয়ে পুরানা পল্টন লেনের একটি বাসায় থাকতেন। তেমন কিছুই করতেন না তিনি।

বংশাল থানার এসআই মো. শাহজালাল জানান, ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারে কমিউনিটি পুলিশ হিসেবে চাকুরি করতেন বজলু। বিকেল ৪টার দিকে ডিউটিরত অবস্থায় রাস্তায় মাথা ঘুরে পড়ে যান তিনি। তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি জানান, বজলু মিয়ার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলায়। বর্তমানে সদরঘাট এলাকায় থাকতেন।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close