ই-পেপার রোববার ১৯ মে ২০২৪
রোববার ১৯ মে ২০২৪

হবিগঞ্জে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ: রবিবার, ৫ মে, ২০২৪, ৬:৪১ পিএম  (ভিজিট : ২৩৮)
তীব্র তাপদাহের পর হবিগঞ্জে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। রোববার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে প্রায় ১৫ মিনিট ধরে টানা শিলা বৃষ্টি হয়। এতে অনেকের বাসা বাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হাওরে উচু এলাকার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে হঠ্যাৎ শিলা বৃষ্টি শুরু হয়। এসময় মানুষ দিকবেদিক ছোটাছুটি করেন। অনেকের মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

শহরের একাধিক বাসিন্দা জানান, বাতাসের সাথে মাঝারি থেকে বড় আকারের শিলা বৃষ্টিতে পুরাতন অনেক বাড়ির টিন একেবারে নষ্ট হয়ে গেছে। এদিকে শহরের আশাপাশ এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় একই চিত্র দেখা যায়।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে- হাওরে প্রায় ২০শতাংশ ধান এখনো মাঠে রয়েছে। এই শিলা বৃষ্ঠিতে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মূর্হুতে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close