ই-পেপার বৃহস্পতিবার ২ মে ২০২৪
বৃহস্পতিবার ২ মে ২০২৪

চলে গেলেন শিক্ষানুরাগী এম তোরাব আলী
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১০ পিএম  (ভিজিট : ৬৫৭)
চলে গেলেন মাগুরা শ্রীপুর এমসি পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম তোরাব আলী। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বার্ধক্যজনিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ও পুত্রবধু, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গিয়েছেন।
 
বুধবার বাদ জোহর শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১ম জানাযা নামায এবং বাদ আসর জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২য় নামাযের জানাযা শেষে জোকা পারিবারিক কবরাস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ১৯৬০ সালে এম তোরাব আলী আবাইপুর রামসুন্দর ইনস্টিটিউশনের শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা জীবনের ৪১ বছরই শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়া যশোর শিক্ষাবোর্ডের ইংরেজি ও বাংলা বিষয়ের প্রধান পরীক্ষক ছিলেন। তিনি বৃহত্তম যশোর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সমাজ সেবক হিসেবে বিবেচিত হন। ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close