ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৩৩ পিএম  (ভিজিট : ৫৯৭)
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোঁজা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। উদ্ধার অভিযান চলছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পুুরুষ ও এক নারী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল থানা পুলিশ, উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও র‌্যাব-১২ সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এফএইচ


আরও সংবাদ   বিষয়:  যাত্রীবাহী বাস   ফায়ার সার্ভিস  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close