ই-পেপার মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪

ভারতে ড্রোন উড়িয়ে ২ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৮:৪৭ এএম  (ভিজিট : ১৩৯০)
বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার (১০ আগস্ট) তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ শিফাত ও মোহাম্মদ জিল্লুর রহমান। তাদের বাড়ি রাজশাহী জেলার বাঘা এলাকায়।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, কলকাতার ফোর্ট উইলিয়াম লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে ভিডিও শুটের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ফোর্ট উইলিয়ামের অন্তত ২ কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে, গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা সেখানে ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞার বিষয়ে জানতেন না।

কলকাতা পুলিশ বলছে, যেহেতু দুই বাংলাদেশি ড্রোন উড়িয়ে ভিডিও তুলছিলেন, তাই তাদের আসল উদ্দেশ্য এবং ড্রোনের সাহায্যে তোলা ছবি খতিয়ে দেখছেন। তাদের আদালতে তোলা হলে ২৩ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভিক্টোরিয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হলেও পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম-সহ একাধিক স্থাপনা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগে জঙ্গি হামলার ভয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। 

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close