ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

কৌতুক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:১৫ এএম  (ভিজিট : ৩৫৫)
১.

পাকিস্তানি সেনাদের সাহস পরীক্ষা করছে তাদের কমান্ডার। এক সেনাকে দূরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল।

সেনাটি একদম নড়ল না। লেবুটি ফেটে গিয়ে তার জামা ভিজে গেল।

কমান্ডার তাকে ৫০ টাকা দিয়ে বলল- ‘শাবাশ, এই
টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুয়ে নিও।’

পাকিস্তানি সেনা বলল- ‘স্যার, তাহলে আরও ৫০
টাকা দেন, মুক্তিযোদ্ধাদের সামনে পড়লে তো প্যান্টটাও ধুতে হবে।’

২.

পাকিস্তানি কমান্ডার : উফ! মুক্তিবাহিনীর বিচ্ছুগুলো আমাদের ঘোল খাইয়ে ছাড়ল। রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে।

পাকিস্তানি সেনা : তাই তো বলি স্যার, গোবর পোড়া গন্ধ আসছে কোত্থেকে!

৩.

পাকিস্তানি কর্মকর্তা : স্যার, মুক্তিযোদ্ধারা আমাদের ঘিরে ফেলেছে। আমরা কি এখন দৌড়ে পালাব?

পাকিস্তানি অফিসার : কী দরকার মরার আগে দৌড়ে ক্লান্ত হওয়ার?

৪.

সাংবাদিক : পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণে প্রথমে কী শেখানো উচিত বলে আপনি মনে করেন? 

পাকিস্তানি সেনা কর্মকর্তা : প্রথমেই শেখাতে হবে মুক্তিযোদ্ধাদের কাছে কীভাবে বাংলা ভাষা বলে আত্মসমর্পণ করা যায়।

৫.

একাত্তর সালে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ চলছিল। এক সদস্য প্রশিক্ষককে প্রশ্ন করল, ‘স্যার, আমরা আজ রাইফেল চালানো বাদ দিয়ে দৌড়ানো কেন শিখছি?’

প্রশিক্ষক বলল, ‘কারণ গত কয়েক দিনে তোমাদের রাইফেল চালনা দেখে মনে হয়েছে, দৌড় দেওয়া শেখাটাই বেশি গুরুত্বপূর্ণ!’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close