ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin-Mohammad-City-(Online).jpg

https://www.shomoyeralo.com/ad/SA-Live-Update.jpg
নকলে বাঁধা দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১১:২৮ পিএম | অনলাইন সংস্করণ  Count : 83

নড়াইলের লোহাগড়ায় পরীক্ষা চলাকালে নকলে বাঁধা দেওয়ায় সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে অভিবাবকদের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বিষয়টি বৃহস্পতিবার লোকমুখে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে এলাকা জুড়ে।

মারপিটে গুরুতর আহত ওই শিক্ষককে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষক সাইফুল বলেন, ‘অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী তার বান্ধবীর খাতা দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তাকে উঠিয়ে অন্যত্র বসতে দিই। এ ঘটনা জানাজানির পর ওই ছাত্রীর বাবা সুফিয়ান শেখ ও দাদা আয়ন উদ্দীন শেখসহ ৪-৫ জন বিদ্যালয়ে এসে কিছু বুঝে উঠার আগেই আমাকে পেটানো শুরু করেন। এ সময় তারা আমাকে কিল-ঘুষি ও লাথি মারেন। কোনরকমে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রাণ ভয়ে দৌঁড়ে প্রধান শিক্ষকের অফিসে আশ্রয় নিই। কিন্তু সেখানে গিয়েও আমাকে মেরেছেন তারা।‘

এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষককে পেটানোর কথা অস্বীকার করে ওই শিক্ষার্থীর দাদা আয়ন উদ্দীন শেখ বলেন, ‘শিক্ষক সাইফুল ইসলাম আমার নাতিকে মানসিকভাবে হয়রানি করেছেন। তাই আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম।‘

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা হচ্ছে।‘ তবে ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ দেখাতে অনীহা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে পরে যোগাযোগ করা হয় লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ‘শিক্ষককে মারপিটের ঘটনা শোনার পর আমি খোঁজখবর নিয়েছি। ভুক্তভোগী শিক্ষককে সব ধরণের সহযোগীতা করা হবে।‘ আর লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগী মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/মিশু




https://www.shomoyeralo.com/ad/Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com