প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৯ পিএম | অনলাইন সংস্করণ Count : 1251
গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মীসভা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডে বাসন সড়ক প্যারাডাইস কমপ্লেক্সে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।
তিনি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন, বাসন থানা যুবলীগ নেতা আ. হালিম মন্ডল, সাবেক সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সরকার পাপেল ও সাবেক অর্থ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমুখ।
সময়ের আলো/এম