ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

চীন কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৭ এএম  (ভিজিট : ৫২০)
গত দুই সপ্তাহে চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই সময়ে তাইওয়ানে সামরিক মহড়ার পরিসর বাড়িয়েছে বেইজিং। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যুদ্ধে মোড় নিতে পারে বলে মনে করছে তাইওয়ান।

এদিকে চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের ‘অস্তিত্বের জন্য হুমকি’ অভিহিত করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। তারও দাবি, ‘বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।’ খবর পিটিআই ও রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দুই সপ্তাহে তাইওয়ানের পাশর্^বর্তী শানডং প্রদেশে অনেক যুদ্ধবিমান, ড্রোন, বোমারু বিমান এবং উড়োজাহাজের মহড়া চালিয়েছে বেইজিং। সে সময় তাইওয়ান উপদ্বীপের আশপাশে চীনের যুদ্ধজাহাজ ও ক্যারিয়ারও দেখা গেছে। 

তাইওয়ানকে চীন তাদের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে থাকে। স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে তারা। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে বেইজিং। স্বশাসিত এ দ্বীপটিতে সাম্প্রতিক বছরগুলোতে চীন অনেক মহড়া চালিয়েছে। তাইওয়ানের দাবি, এভাবে মহড়া চালিয়ে চীন তাইপের সার্বভৌমত্ব ও দ্বীপটির ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। শনিবার স্বশাসিত অঞ্চলটির প্রতিরক্ষামন্ত্রী চি কু সেন বলেন, ‘চীনের এমন কর্মকাণ্ডের ফলে যেকোনো সময় যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’

চি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, চীনের যুদ্ধবিমান, জাহাজ ও সামরিক মহড়া বাড়ানোয় যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। বিষয়টি তাই আরও মনযোগের দাবিদার। কেননা বেইজিংয়ের দক্ষিণ ও পূর্বাঞ্চল তাইওয়ানের পূর্বাঞ্চলের উপকূলে যুদ্ধজাহাজ নিয়ে যৌথ মহড়া চালিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, আগের ২৪ ঘণ্টায় চীনের বিমানবাহিনীর ৪০টি বিমান তাইওয়ানের আকাশসীমায় চলে আসে। এগুলোর বেশিরভাগ তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেল অতিক্রম করেছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের মানচিত্র অনুযায়ী এসব বিমানের মধ্যে অন্তত চারটি বিমান তাইওয়ানের উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যরেখা অতিক্রম করেছে।

নিকি হ্যালির মন্তব্য : শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অর্থনীতি-সংক্রান্ত এক আলোচনা সভায় ছিলেন নিকি হ্যালি। রিপাবলিকান দলীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র বলেন, সামরিক শক্তি বিবেচনায় চীনা সামরিক বাহিনী ইতোমধ্যে মার্কিন সশস্ত্র বাহিনীর সমান পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেছেন, বিশেষ করে কমিউনিস্ট চীনের উত্থানের মুখে দাঁড়িয়ে আমাদের বেঁচে থাকার জন্য শক্তি এবং গর্বের বিষয়গুলো অপরিহার্য। চীন অস্তিত্বের জন্য হুমকি। এই দেশটি আমাদের পরাজিত করার ষড়যন্ত্রে অর্ধশতাব্দী অতিবাহিত করেছে। 

ওহিও অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান দলীয় আরেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামী চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে দুই দিন আগে কথা বলেন। সেই ধারাবাহিকতায় নিকি হ্যালিও বেইজিংকে একহাত নিলেন। মার্কিন কারখানার উৎপাদনকাজ চীন কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন নিকি হ্যালি। বলেন, চীন আমাদের বাণিজ্যিক গোপনীয়তা ছিনিয়ে নিয়েছে। বর্তমানে ওষুধ থেকে শুরু করে উন্নত প্রযুক্তিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পের নিয়ন্ত্রণ নিচ্ছে বেইজিং। রেকর্ড সময়ের মধ্যে চীন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে।

সাউথ ক্যারোলিনার দুই মেয়াদের সাবেক গভর্নর নিকি বলেছেন, চীনের প্রথম হওয়ার নিখুঁত অভিপ্রায় রয়েছে। আর কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য স্পষ্ট। তারা বিশাল এক অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলছে, যা আমেরিকাকে হুমকি দিতে এবং এশিয়া ও তার বাইরে আধিপত্য বিস্তার করতে সক্ষম। ‘কিছু বিবেচনায়, চীনের সামরিক বাহিনী ইতোমধ্যে মার্কিন সশস্ত্র বাহিনীর সমান। অন্যান্য ক্ষেত্রে তারা আমাদের হারিয়ে দিচ্ছে। চীনের নেতারা এতটাই আত্মবিশ্বাসী, তারা আমাদের আকাশে গুপ্তচর বেলুন পাঠাচ্ছে এবং আমাদের উপকূলের ঠিক দূরে কিউবায় একটি গুপ্তচর ঘাঁটি তৈরি করছে।


সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close