ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

ইছামতি নদীতে বর্ণিল নৌকা বাইচ
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২২ এএম  (ভিজিট : ১৭২২)
বাদ্যযন্ত্রের তালে তালে বড় বড় সুসজ্জিত নৌকায় মাঝি-মাল্লার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর টিকারার টু-ডু-প টু-ডু-প ছন্দ মাতিয়ে তোলে ইছামতির দুই তীর। নদীর দুই পাড়ে নৌযানসহ দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ হৈ হুল্লোরে উপভোগ করে এ দৃশ্য। দর্শনার্থীরা উপভোগ করে বাংলার চিরায়ত রুপ।

এমনি চিরায়ত বাংলার রুপে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীর খানেপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যর নৌকা বাইচ প্রতিযোগিতা। রোববার বিকেলে খানেপুর গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। 

দুপুরের কাঠ ফাটা রোদ্দুর উপেক্ষা করে খানেপুর এলাকার ইছামতি নদীর দুপারে হাজারো দর্শনার্থী উপভোগ করেন এ নৌকা বাইচ। দু’পার জুড়ে বসে বিশাল গ্রাম্য মেলা। বিকাল হতে ভীড় যেন আরও বেড়ে যায়। নাগর দোলা, বাঁশির শব্দে চারিদিক মুখর হয়ে উঠে। চলে সন্ধ্যায় পর্যন্ত। 

লিটন-২, সোনার তরি, শেখ বাড়ি, সুলতানা এক্সপ্রেসসহ ৭টি নৌকা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। অংশগ্রহনকারী নৌকার জোড়ায় জোড়ায় টান উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন। এ যেন উৎসবের আমেজ।

সন্ধ্যায় প্রতিযোগীতা শেষে প্রথম স্থান অধিকারী লিটন-২ নৌকার মালিককে প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল তুলে দেন অতিথিবৃন্দ। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। তিনি বলেন, নৌকাবাইচের ঐতিহ্য শত বছরের। মানুষের চিত্ত বিনোদনের মাধ্যম হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যেতে বসেছে ইতিহাস ঐতিহ্য। সেই ঐতিহ্য রক্ষায় এ আয়োজন। আশাকরি এলাকাবাসী তাদের সেই পুরনো দিনে ফিরতে পেরেছেন। 

প্রতিযোগীতার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি ডা. সাফিল উদ্দিন মিয়া, সহ-সভাপতি এমএ বারী বাবুল মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী প্রমুখ। 


সময়ের আলো/আরএস/ 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close