ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

রাজশাহী-৪ বাগমারা আসন
আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন জা‌কিরুল ইসলাম সান্টু
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৯:১৩ পিএম  (ভিজিট : ৫৪৮)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের প্রার্থী জা‌কিরুল ইসলাম সান্টু বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতৃবৃন্দদের স‌ঙ্গে নি‌য়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
 
মনোনয়ন ফরম জমা দেয়ায় আগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের প্রার্থী জা‌কিরুল ইসলাম সান্টু উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের দোয়া এবং সমর্থন কামনা করেন।


তি‌নি ব‌লেন, প্রথানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার সরকার দেশের উন্নয়নে যে ভাবে কাজ করে চলেছেন তা আগের কোন সরকার কর‌তে পা‌রেনি। এই আস‌নে প্রধানমন্ত্রী য‌দি আমা‌কে মনোনয়ন দেন তাহ‌লে দলমত নি‌র্বিশে‌ষে সবাই‌কে নি‌য়ে ক‌াজ কর‌বো। সেই সা‌থে প্রধানমন্ত্রীর উন্নয়‌নের ধারা অব‌্যহত রে‌খে আওয়ামী লী‌গের নেতাকর্মী‌দের সা‌থে নি‌য়ে কাজ কর‌বো ইনশাআল্লাহ।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা যুবলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, বাগমারা উপজেলা আওয়ামী লীগের তথ‌্য ও গ‌বেষণা বিষয়ক সম্পাদক মামনুর র‌শিদ মামুন, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক সুজন হো‌সেন, বাগমারা উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক আব্দুল, বাগমারা উপ‌জেলা কৃষক লী‌গের সা‌বেক সভাপ‌তি প্রভাষক এমদাদুল হক দুলু, উপ‌জেলার বাসুপাড়া ইউ‌পি আলী‌গের` সা‌বেক সাধারণ সম্পাদক জাফর আহ‌ম্মেদ, শুভডাঙ্গা ইউ‌পির সা‌বেক সম্পাদক এস এম মাহাবুর রহমান, প্রভাষক মিলন হো‌সেন, বাগমারা উপ‌জেলা বঙ্গবন্ধু সৈ‌নিক লী‌গের সভাপ‌তি ও সম্পাদক রেজাউল ক‌রিম ও আক‌ছেদ আলী, আওয়ামীলীগ নেতা  এ‌্যাড, শেলী আহ‌ম্মেদ, মাহাবুর রহমান, ক‌রিম বক্স, ছাত্রলীগ নেতা, ইসহাক আলী সুইট, জেবাল আহ‌ম্মেদ, সা‌জেদুর রহমান, শাহাবু‌দ্দিন প্রমুখ।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com