ই-পেপার রোববার ৫ মে ২০২৪
রোববার ৫ মে ২০২৪

ডিবি পরিচয়ে ব্যাংক লুট গ্রেফতার ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ১১:৩৪ পিএম  (ভিজিট : ৩০৫)
ফেনীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকের ২৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা লুটের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া আরও ছয়জনকে নজরদারিতে রাখা হয়েছে বলে বুধবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। গ্রেফতারকৃতরা হলোÑ বরগুনা জেলার তালতলী উপজেলার পঞ্চকরালিয়া গ্রামের ময়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন (৩৮), বগুড়া পৌরসভার জেলাদার পাড়ার ইব্রাহিম আকন্দের ছেলে মো. সবুজ মিয়া (৫০) ও পাবনা জেলার চাটমোহর উপজেলার চৌরইকুল গ্রামের মো. ইমরান নাজির (৩৫)। সংবাদ সম্মেলনে বলা হয়, ২১ অক্টোবর দুপুর আড়াইটার দিকে আবু জাফর শাহীন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ২৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা তুলে সোনাগাজীর কুটিরহাটে যাচ্ছিলেন। বেলা ৩টার দিকে একদল যুবক একটি প্রাইভেটকারে নিয়ে দাগনভূঞার বেকেরবাজারে শাহীনের পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে টাকা লুটে নিয়ে তারা শাহীনকে কুমিল্লার দয়াপুরে নিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই দাগনভূঞা থানায় মামলা করেন শাহীন। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার ও ৫০ হাজার টাকা ও ঘটনায় ব্যবহার হওয়া গাড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ওই ঘটনায় ৯ জন জড়িত ছিল বলে জানিয়েছে। আরও ছয়জনকে নজরদারিতে রেখে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলেরও সক্রিয় সদস্য বলে পুলিশ সুপার জানিয়েছেন।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close