ই-পেপার শনিবার ১৮ মে ২০২৪
শনিবার ১৮ মে ২০২৪

সাভারে শিক্ষার্থীদের মারধর, ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৬:১৫ পিএম  (ভিজিট : ১২৮)
সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যানের সুমন আহমেদ ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।

শনিবার (৪ মে) সকালে এমন তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস। মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী।

আসামিরা হলেন- সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া (২৩), মনোয়ার হোসেন রাজকুমার রাজু (২৮), সোহাগ (২৬), মারুফ ভুঁইয়া (২৫), ইমন (২৮) ও ইভান (১৮)। এছাড়াও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে ভুক্তভোগীরা হলেন- কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান (২২), নূর হাসনাত নাধভি (১৮), হিমেল ভুঁইয়া (২১), সাইফুল ইসলামসহ (২৩) নয়জন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুরে সাইফুল ইসলামসহ হিমেল ভুঁইয়া, আল আমিন, নাঈম, নাহিদ হাসান, নূর হাসনাত নাধভি ও তার সহপাঠীদের নিয়ে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রেইন ফরেস্ট পার্কের সুইমিং পুলে গোসল শেষে বাড়ি ফিরছিলেন। পথে জামগড়া এলাকার আরফান মার্কেট এলাকায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়ার নেতৃত্বে অভিযুক্তরা ধারালো রামদা, রড ও হকিস্টিক নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এসময় সাইফুল ইসলামসহ অন্যরা মারধরের শিকার হন।

পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীদের ব্যবহৃত ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থীদের মারধর   মামলা   সাভার-আশুলিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close