ই-পেপার মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পাশে থাকবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৯৭)
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পাশে থাকবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরের স্মৃতিফলকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে এ কথা জানানো হয়। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. একে আজাদের সভাপতিত্বে এ কর্মসূচিতে মহাসচিব রঞ্জন কর্মকার, সিনিয়র সহসভাপতি মোল্লা মো. আবু কাউছার, সহসভাপতি আনোয়ারুল আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, সদস্য মনিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের পক্ষ থেকে ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী, শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের ছেলে সাফকাত নিজাম বাপ্পী, শহীদ নাট্যকার মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহীদ লেখক আনোয়ার পাশার ছেলে রবিউল আফতাব।
ড. একে আজাদ বলেন, স্বাধীনতা অর্জনের ৪৮ বছর পেরুলেও আমরা মুক্তিযুদ্ধের শহীদদের যথাযথ স্বীকৃতি দিতে পারিনি। যদিও তাদের রক্তের ওপরই আমরা আজ এ স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে আছি। তবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরই মধ্যে মুক্তিযুদ্ধের শহীদদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সহযোগিতায় বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করেছে। শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পাশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় থাকবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close