ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

সৎকাজের সঙ্কল্পে সওয়াব
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ পিএম  (ভিজিট : ১১৬৩)
যেকোনো আমল বা ভালো কাজ করলে সওয়াব পাওয়া যায়। ভালো কাজের নিয়ত করে কাজটি না করলেও সওয়াব পাওয়া যায়। কিন্তু কেউ যদি খারাপ কাজের নিয়ত করে কাজটি না করে, তবুও মহান আল্লাহ তাকে সওয়াব দেবেন। তবে কাজটি করে ফেললে শুধু একটি গুনাহ দেবেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিতÑ রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা সৎকাজ ও পাপকাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলোর বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিবৃত করেছেন। অতএব যে ব্যক্তি কোনো সৎকাজের সংকল্প ব্যক্ত করেও তা সম্পাদন করতে পারেনি, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করার আদেশ দেন। আর সঙ্কল্প পোষণের পর
যদি ওই কাজটি সম্পাদন করা হয়, তা হলে আল্লাহ তার আমলনামায় ১০টি নেকি থেকে শুরু করে ৭০০ এমনকি তার চেয়েও কয়েকগুণ বেশি নেকি লিপিবদ্ধ করে দেন। আর যদি সে কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করে; কিন্তু তা সম্পাদন না করে, তবে আল্লাহ এর বিনিময়ে তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি ইচ্ছা পোষণের পর সেই খারাপ কাজটি সে করেই ফেলে, তা হলে আল্লাহ তায়ালা তার আমলনামায় শুধু একটি পাপই লিখে রাখেন।’ (বুখারি : ৬০১০)। আসলে ভালো কাজ করার মানসিকতা পোষণ করা যেমন সওয়াবের কাজ; মন্দকাজ থেকে বিরত
থাকাও সওয়াবের কাজ।ষ ইসলামের আলো ডেস্ক




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close