ই-পেপার বুধবার ১ মে ২০২৪
বুধবার ১ মে ২০২৪

সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, কম ময়মনসিংহে
দেশে শতবর্ষী চিরকুমার ১৯১ জন
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৯:২৭ পিএম আপডেট: ০৯.১২.২০২৩ ৯:৪৬ পিএম  (ভিজিট : ৪৪১)
দেশে একশ বছর বা তার চেয়ে বেশি বয়সেও বিয়ে করেননি এমন জনসংখ্যা ১৯১ জন। এরমধ্যে নারী ৯৯ জন এবং পুরুষ ৯২জন। 

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা-২০২২ শীর্ষক জরিপ প্রতিবেদনে এসব বিষয় উঠে আসে। 

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে ১০ থেকে ১০০ তদৃর্ধ্ব বয়সি অবিবাহিতের সংখ্যা ৩ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৮৭৪ জন। এরমধ্যে পুরুষ ২ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৬৬৮ জন। এবং নারী ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ২০৬ জন। 

এরমধ্যে শতবর্ষ বা তার চেয়ে বেশি চিরকুমার বা কখনো বিয়ে করেনি এমন জনসংখ্যা ১৯১ জন। এরমধ্যে পুরুষ ৯২জন এবং নারী ৯৯ জন।

শতবর্ষী চিরকুমারদের মধ্যে গ্রামে বাস করেন ১৪৩ জন। এরমধ্যে পুরুষ ৬৬ জন এবং নারী ৭৭ জন। এছাড়া শহরে বাস করেন ৪৮ জন। এরমধ্যে নারী ২২ জন এবং পুরুষ ২৬ জন।  

বিভাগওয়ারি চিরকুমারদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৩৯ জন। এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৮ জন। এছাড়া বরিশাল বিভাগে চিরকুমার ১৭ জন, ঢাকা বিভাগে ৪৭জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ২৩জন ও সিলেট বিভাগে ১১ জন।

সময়ের আলো/জেডআই


আরও সংবাদ   বিষয়:  চিরকুমার   পরিসংখ্যান ব্যুরো   জনশুমারি ও গৃহগণনা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close