ই-পেপার মঙ্গলবার ১৪ মে ২০২৪
মঙ্গলবার ১৪ মে ২০২৪

সারা দেশে নির্বাচনি সহিংসতা চলছে
গরম চা ঢেলে শিশুর শরীর ঝলসে দিল নৌকার সমর্থকরা
মাদারীপুরে চোখ তুলে ফেলার হুমকি আওয়ামী লীগ নেতার
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩:১৮ এএম  (ভিজিট : ৪০২)
সারা দেশে নির্বাচন সহিংসতা চলছে। থেমে নেই হুমকি-ধমকি। ঝিনাইদহে নির্বাচনি সহিংসতায় তিনজন আহত হয়েছেন। আদমদীঘিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে বেধড়ক পিটিয়েছে ইউপি চেয়ারম্যান। মাদরীপুর-৩ আসনে আওয়ামী লীগের এক নেতা তাদের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলার হুমকি দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চা ঢেলে এক শিশুর শরীর ঝলসে দিয়েছে নৌকার সমর্থকরা। জামালপুরে আবারও নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। নাটোর সদরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। নোয়াখালী-২ আসনের নৌকার একটি নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে নৌকার মিছিলে পিস্তল প্রদর্শনকারী যুবককে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধিদেও পাঠানো খবর:

আদমদীঘি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে। মারধরের শিকার হওয়া আহত কর্মী শামসুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি। বুধবার রাতে উপজেলার রহিম উদ্দীন কলেজ গেটে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শামসুল বাদী হয়ে থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন। 

জানতে চাইলে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, শামসুল তাকে মুঠোফোনে ডাকেন। তিনি শামসুলের কাছে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর বেশি কিছু নয়।আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুই পক্ষের হাতাহাতির ঘটনা তিনিও শুনেছেন। 

ঝিনাইদহ : ঝিনাইদহে আবারও নির্বাচনি সহিংসতায় ৩ জন আহত হয়েছে। ঝিনাইদহ-২ আসনে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার চার তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান টুকু স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে। হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গান্না বাজারে ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি এমপির সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থনকারী মো. আলাউদ্দিনকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে। 
ঝিনাইদহের গোয়ালপাড়ায় স্বতন্ত্র প্রার্থী মহুলের সমর্থক ও ইউপি মেম্বার নান্নু শেখকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে নৌকার সমর্থক মিরাজ ও তার দলবল। বুধবার দুপুরে গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

মাদারীপুর : মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের এক উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। একাধিক সূত্রে জানা যায়, বুধবার রাতে কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া গোলাপের পক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কামরুল হাসান সেলিম বলেন, আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে। আর যেই পুলিশ নৌকার পক্ষে কথা বলবে না, তাকে ওই থানায় রাখা হবে না। 
চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জে লালচান আলী (১০) নামে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতে শিবগঞ্জ পৌরসভার মর্দানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু শিবগঞ্জ পৌরসভার মর্দানা গ্রামের সুমন আলীর ছেলে। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল হক অভিযোগ করে জানান, শিশু লালচানের পিতা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। শিশুটি ভুল করে বাড়ির পাশে নৌকা মার্কার অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক গরম চা শিশুটির শরীরে ঢেলে দেয়। এতে শিশুটির মুখমণ্ডলসহ শরীর ঝলসে যায়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন, একজন শিশু যেকোনো প্রার্থীর প্রচারে অফিসে যেতেই পারে। সে তো কোনো দল বোঝে না। তারপরও শরীরে গরম চা ঢেলে চরম অন্যায় করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলমগীর কবির বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য মেলেনি। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুরো ঘটনাটি তদন্ত করছি।

জামালপুর : জামালপুর-৫ সদর আসনে আবারও নৌকার নির্বাচনি প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের রাজাপুর গ্রামে নৌকার একটি প্রচার কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ওই নির্বাচনি প্রচার কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট সাইম হোসেন জানান, বুধবার রাত ২টার পরে ঈগল প্রতীকের সমর্থকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্র ভাঙচুর করে। 

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু হামলার ব্যাপারে নৌকার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, তারা নিজেরা নিজেরাই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, বিষয়টি জেনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নাটোর : নাটোর সদরের দত্তপাড়া এলাকায় নাটোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী এমপি শফিকুল ইসলাম শিমুলের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে এ ভাঙচুর করা হয়। স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার অভিযোগ করে বলেন, রাত ৮টায় নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকায় আমাদের নির্বাচনি প্রচার অফিসটি ভাঙচুর করেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম তার নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি। মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। 
ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার রাতে নৌকা মার্কার নির্বাচনি মিছিলে পিস্তলসদৃশ দুটি অস্ত্র প্রদর্শনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিষয়টি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম তদন্ত করে ওই দুটি অস্ত্রসহ মিছিলের নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান তানভীরকে আটক করেছে থানা পুলিশ।

নওগাঁ : নওগাঁর ধামইরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে নৌকার সমর্থক সন্ত্রাসীদের হামলায় ধামইরহাট মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রিফাতুল হাসান চৌধুরী সৈকত (২৬) ও মুনির চৌধুরী নয়ন (৪০) নামের এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পত্নীতলা উপজেলার শিহারা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) ইঞ্জিনিয়ার আখতারুল আলমের নির্বাচনি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের (ঈগল মার্কা) সমর্থক সুমন হিটলারের ওপর হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী আবদুল মমিন মণ্ডলের সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কলেজ মোড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সুমন হিটলার আহত ও মোটরসাইকেল ভাঙচুর করে। সুমন হিটলার মুুকুন্দগাঁতী গ্রামের হাজি সাইদুল ইসলামের ছেলে।

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close