ই-পেপার শুক্রবার ১৭ মে ২০২৪
শুক্রবার ১৭ মে ২০২৪

ই-কমার্সে প্রতারিত গ্রাহকরা কীভাবে টাকা ফেরত পাবেন, জানতে চেয়েছে আপিল বিভাগ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৫:৩৬ পিএম আপডেট: ২৩.০১.২০২৪ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২৯৭)
দেশের বিভিন্ন এমএলএম কোম্পানি ও ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারিত হওয়া টাকা গ্রাহকরা কীভাবে ফেরত পাবেন সেটি জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদক আইনজীবী খুরশিদ আলমের কাছে এ প্রশ্ন রাখেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র কয়েকজন গ্রাহকের টাকা ফেরত চেয়ে আপিল শুনানিতে আদালত এসব কথা বলেন।

আপিল বিভাগ দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, এসব হায় হায় কোম্পানিতে গ্রাহকরা প্রলুব্ধ হয়ে টাকা বিনিয়োগ করে প্রতারিত হন। যেভাবেই হোক তারা তো টাকা বিনিয়োগ করেছেন। তাহলে এ টাকা তারা কীভাবে পাবেন?

আদালতে গ্রাহকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও অ্যাডভোকেট রাফসান আলভী। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

সময়ের আলো/এম




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close