ই-পেপার শনিবার ১৮ মে ২০২৪
শনিবার ১৮ মে ২০২৪

জিম্মি ছেলেকে ফেরত পেতে বৃদ্ধ পিতার আকুতি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১:১১ পিএম  (ভিজিট : ৩৯৮)
জাহাজ এমভি আব্দুল্লাহ’র ইলেক্ট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। ফাইল ছবি

জাহাজ এমভি আব্দুল্লাহ’র ইলেক্ট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। ফাইল ছবি

সোমালিয়ায় এমবি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশির মধ্যে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব নামে ফেনীর এক যুবক রয়েছে। তাকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

সূত্র জানায়, বিপ্লব জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসেন ভূইয়ার ছেলে। তার মাতার নাম রৌশনারা। বিপ্লব ওই জাহাজে ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত আছেন। ৮ বছর আগে জাহাজের চাকরিতে যান ইব্রাহিম খলিল বিপ্লব। বিপ্লবের দুই ছেলে রয়েছে। ৪ মাস আগে বাড়িতে এসে একমাস অবস্থান করে আবারও জাহাজে চলে যান।

গতকাল (মঙ্গলবার) বিকালে তার বাবার সঙ্গে সর্বশেষ কথা বলেন বিপ্লব। সে তার বাবাকে জানান, সোমালিয়ার জলদস্যুরা তাদের আটক করেছে। দোয়া করতে বলেন।

আবুল হোসেনের ভূঁইয়ার ৪ ছেলে ২ মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সে।

ইব্রাহীম খলীল উল্লাহ বিপ্লবকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে পিতা আবুল হোসেন সরকার ও জাহাজ মালিকের সহযোগিতা কামনা করেছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  জাহাজ   জলদস্যু   জাহাজ এমভি আব্দুল্লাহ   ফেনী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close