ই-পেপার রোববার ১৯ মে ২০২৪
রোববার ১৯ মে ২০২৪

জমকালো আয়োজনে হবিগঞ্জে বাংলা নববর্ষকে বরণ
প্রকাশ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৭:৫৫ পিএম  (ভিজিট : ৩৬২)
জমকালো আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। ১৪৩১ খ্রিস্টাব্দকে বরণ করে নিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করেছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের নিমতলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় নানা বয়সী নারী পুরুষ বিভিন্ন রংবেরঙের বাঙালি পোষাক পরে ফেস্টুন ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রার অংশগ্রহণ করেন।

পরে নিমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল প্রমুখ।

বিকালে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক, লোক সংগীতসহ বিভিন্ন পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close