ই-পেপার শুক্রবার ১৭ মে ২০২৪
শুক্রবার ১৭ মে ২০২৪

সিলেটে নারী আইনজীবী-পুলিশ মারামারি, ২ পুলিশ আহত
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৬:৪৯ পিএম  (ভিজিট : ৩০৮)
সিলেটে আদালত প্রাঙ্গণে এক নারী আইনজীবী ও পুলিশ কনস্টেবলের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের জিআরও শাখার এ ঘটনা ঘটে।

মামলার নথি দেখাকে কেন্দ্র করে নারী আইনজীবী কাজী সেবার সাথে জিআরও শাখায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল বিউটির বাকবিতণ্ডা হয়। পরে দুপুরের দিকে হঠাৎ করেই সেই নারী আইনজীবী আদালতের জিআরও শাখায় কর্মরত এক নারী কনস্টেবলের উপর হামলা করেন। 

এ সময় আইনজীবী ও পুলিশ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে দুই নারী কনস্টেবল আহত হন। তাদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইনজীবীরা অভিযোগ করেছেন, নারী আইনজীবী কাজী সেবাকে মারধর করেছে নারী পুলিশ সদস্যরা। এ ঘটনার আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মিছিল করে পুলিশের উপর মারমুখী আচরণ করেন। তবে এ বিষয়ে কথা বলতে চাননি আইনজীবী নেতারা। পরে পুলিশ প্রশাসনের সাথে আইনজীবীদের রুদ্ধদ্বার বৈঠক হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজী মেবা নামের এক আইনজীবী হঠাৎ করে জিআরও অফিসে এসে হামলা চালান। এ ঘটনায় ২ কসস্টেবল আহত হন। এ ঘটনার পর নারী আইনজীবী অন্য আইনজীবীদের নিয়ে এসে বিক্ষোভ করেন। পুলিশের সাথে উগ্র আচরণ করেন। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা ও দায়রা জজ মহোদয়কে অবগত করেছি।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close