ই-পেপার শুক্রবার ১৭ মে ২০২৪
শুক্রবার ১৭ মে ২০২৪

কুমিল্লায় বজ্রপাতে কৃষকসহ ৪ জনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১০:৫২ পিএম আপডেট: ০২.০৫.২০২৪ ১১:১০ পিএম  (ভিজিট : ১৩৯)
কুমিল্লায় বজ্রপাতে পৃথকভাবে কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলার চান্দিনা, দেবিদ্বার, বুড়িচং ও সদর দক্ষিণ উপজেলায় পৃথকভাবে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নিহতদের স্বজনদের মাধ্যমে চারজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেসুর রহমান (৫৭) ও বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে আলম হোসেন। চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর এলাকার সুন্দর আলীর ছেলে কৃষক দৌলতুর রহমান (৪৭) ও সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সূর্যপুর গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম।

জানা গেছে, বিকেলে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নে ধানের জমিতে কাজ করছিলেন দৌলতুর রহমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতুর রহমান বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর এলাকার সুন্দর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

অন্যদিকে বুড়িচং উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আলম হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। এছাড়াও বজ্রপাতে দেবিদ্বার উপজেলায় মোখলেছুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধামতী এলাকার বাসিন্দা।

অপরদিকে বজ্রপাতে সদর দক্ষিণ উপজেলায় আতিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সূর্যপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাড়ির পাশে শুকাতে দেওয়া ধানের খড় আনতে যান মোখলেসুর রহমান। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্বজনরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, উপজেলা প্রশাসন থেকে নিহতের দাফন-কাফনের জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার জানান, বিকেলে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আলম হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close