ই-পেপার শুক্রবার ১৭ মে ২০২৪
শুক্রবার ১৭ মে ২০২৪

সাতক্ষীরায় ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১১:২২ পিএম  (ভিজিট : ১৪৬)
সাতক্ষীরার আশাশুনিতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২ দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ মে) ভোরে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নুহ গাজী (৩৩) সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়েনের খালিয়া গ্রামের মো. মোজাম গাজীর ছেলে।

খাজরা ইউনিয়েনের প্যানেল চেয়ারম্যান রাম পদ সানা জানান, ধানের জমিতে ইঁদুরের উপদ্রব্য বেড়ে যাওয়ায় বুধবার সন্ধ্যায় নুহ তার নিজের জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। রাত দুইটার দিকে জমিতে ইঁদুরের কি অবস্থা দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিজের জমিতে মারা যান তিনি। বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন জমিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close