প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:৪৬ পিএম (ভিজিট : ৩৫৬)
সোমবার (২ জানুয়ারি) ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, দেশের অর্থনৈতিক দুরবস্থা, নির্বাচন নিয়ে অস্থিরতা, নীরব দুর্ভিক্ষ-সব মিলিয়ে বর্তমান সময় খুবই তাৎপর্যপূর্ণ। এ তাৎপর্যপূর্ণ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাচ্ছে, জোট ও মহাজোটের বাইরে আমরা যে একক ইসলামি ও জনশক্তি গড়ে তোলার কাজ করেছি, যার ফল আসতে শুরু করেছে। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের নেতারা অংশ নেবেন।
সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑসহকারী মহাসচিব মাওলানা আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জান্নাতুল ইসলাম, মোস্তফা কামাল ও শহিদুল ইসলাম কবির।