প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৯:২১ এএম (ভিজিট : ৩৪৪)
বৃষ্টিতে আর শুরু করা গেল না খেলা। ফলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড। আরও একবার বছরের শেষ দিন হারল বাংলাদেশ।
১১১ রানের লক্ষ্যে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে নিউ জিল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে এগিয়ে থাকায়, এই ব্যবধানেই ম্যাচ জিতল তারা।
স্রেফ ৪৯ রানে ৫ উইকেট নিয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু জিমি নিশাম ও মিচেল স্যান্টনারের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দুয়ারে পৌঁছে যায় স্বাগতিকরা। নিশাম ২০ বলে ২৮, স্যান্টনার ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
দশম ওভারে নাজমুল হোসেন শান্তর বোলিংয়ে চার ও ছক্কা ১৪ রান নেন নিশাম। ওই ওভার থেকেই ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। পরে ধীরে সুস্থে দলকে এগিয়ে নেন নিশাম ও স্যান্টনার।
বাংলাদেশের পরাজয়ের মূল দায় নিতে হবে ব্যাটসম্যানদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউই ২০ রান করতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
সময়ের আলো/এএ/