ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

আরও তিন দিন লিফলেট বিতরণ করবে বিএনপি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:১৩ এএম  (ভিজিট : ৭১০)
ভোট বর্জনের লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে বিএনপি। গতকাল সোমবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লিফলেট বিতরণের সময় বাড়ানোর কথা জানান।

তিনি বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিএনপিসহ সমমনা দলগুলো সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং পাতানো নির্বাচন বাতিলের দাবিতে আরও তিন দিন লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে। জামায়াতে ইসলামিও একই কর্মসূচি ঘোষণা করেছে।

গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যেই এই ঘোষণা দিল বিএনপি। 

এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় নিয়ে রুহুল কবির বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ রায় দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close