ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী ফরিদপুর যাচ্ছেন আজ
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:১৭ এএম  (ভিজিট : ৯৭০)
ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের নির্বাচনি জনসভায় যোগ দিতে ফরিদপুরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ৩টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমাবেশস্থলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নির্বাচনি এলাকা। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফরিদপুরবাসীর মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চালানো হয়েছে এ উপলক্ষে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকন্যাকে এক নজর দেখার জন্য এবং তার কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমাবেশস্থলে আসবেন। ফরিদপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে এটি। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এ জনসভার মাধ্যমে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে রাগ-অনুরাগ ছিল তার অবসান হবে। রেষারেষি ভুলে গিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটে নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সবাই। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে  দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ফরিদপুরের উন্নয়নের ব্যাপারে বিভিন্ন প্রতিশ্রুতি দেবেন বলে মনে করছেন তারা। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম অ্যান্ড অপস) জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থ্য গ্রহণ করা হয়েছে। শহরের সমাবেশস্থলের আশপাশের এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নিজস্ব প্রটোকলও আছে। সব মিলিয়ে ফরিদপুরের পুলিশ প্রশাসন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close