ই-পেপার শুক্রবার ১৭ মে ২০২৪
শুক্রবার ১৭ মে ২০২৪

বঙ্গবন্ধু সাফারি পার্ক
তীব্র গরমে হাঁসফাঁস, প্রাণীরা খুঁজে ফিরছে শীতল ছায়া
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৩:২৩ এএম  (ভিজিট : ১৭৪)
চলমান তাপপ্রবাহে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণীদের হাঁসফাঁস করতে দেখা গেছে। দিগদ্বিক হয়ে তারা খুঁজে বেড়াচ্ছে শীতল ছায়া। কখনো গাছের ছায়াতলে, কখনো ঝোপের মধ্যে ঢুকে তীব্র গরমের আঁচ থেকে নিজেদের রক্ষার চেষ্টা করছে। আবার কখনো জলাশয়ে নেমে দাঁড়িয়ে থাকছে একটু ঠান্ডা হতে। পার্কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

কোর পার্ক ঘুরে দেখা যায়, হিংস্র কিংবা শান্ত সব পশুই গরমে এদিক-ওদিক ছোটাছুটি করছে। বাঘ, সিংহ, ভল্লুকগুলো নিজ নিজ বেষ্টনীর গাছের ছায়াতলে শুয়ে-বসে ছটফট করছে। খুঁজছে একটু শীতলতা। এই গরমে প্রাণীগুলো সুস্থ রাখতে পার্ক কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি সুরক্ষা। বিভিন্ন বেষ্টনীর জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় বিভিন্ন পাত্রে পানি ভরে রাখা হচ্ছে। গতকাল গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বিভিন্ন বেষ্টনী ঘুরে দেখা যায় এমন চিত্র।

কোর সাফারির ভল্লুক বেষ্টনীতে দেখা যায় দুটি কালো ভাল্লুক বেষ্টনীর নিচে বসে গলা উঁচু করে নিশ^াস ফেলছে। এর একটু দূরে সীমানা প্রাচীরের ছায়াতলে শুয়ে হাঁপাচ্ছে আরও ভল্লুক। সিংহ বেষ্টনীতে দেখা যায় প্রচণ্ড গরমে একটি সিংহ গাছের ছায়াতলে বসে হাঁসফাঁস করছে। একই বেষ্টনীতে আরও দুটি সিংহ সামান্য ছায়াতলে শুয়ে হাঁপাচ্ছে। 

বাঘ বেষ্টনীতে দেখা যায়, একটি বাঘ বেষ্টনীর টিনশেডের ছায়ায় দাঁড়িয়ে ছটফট করছে। এর একটু সামনে আরও একটি বাঘ দিগদ্বিক ছোটাছুটি করছে। জিরাফ বেষ্টনীতে একটি জিরাফ গাছের ছায়াতলে দাঁড়িয়ে ছটফট করছে। বেশ কয়েকটি জেব্রা দলবেঁধে এদিক-সেদিক ছোটাছুটি করছে। এ ছাড়া নীলগাই, কমনইল্যান্ড, হরিণের পাল, গয়াল, উটপাখি, হাতিগুলোকে নিজ নিজ বেষ্টনীতে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমের কারণে প্রাণীগুলো সুস্থ রাখতে প্রতিটি বেষ্টনীতে পাত্রভরে দেওয়া হচ্ছে পানি। পার্কের বেশিরভাগ জলাশয় শুকিয়ে যাওয়ার কারণে চারটি সাবমারসিবল পাম্প বসিয়ে কৃত্রিম ব্যবস্থায় জলাশয়গুলোতে পানি দেওয়া হচ্ছে। এ ছাড়াও ভিটামিন সি, স্যালাইন পানি খেতে দেওয়া দেওয়া হচ্ছে প্রাণীগুলোকে। তিনি আরও জানান, প্রচণ্ড গরমের কারণে এখন পর্যন্ত পার্কে কোনো প্রাণী অসুস্থ বা মৃত্যু হয়নি। প্রাণীগুলো নিজস্ব বেষ্টনীর মধ্যে ছায়া খুঁজে সেখানেই দিনের বেশিরভাগ সময় পার করছে।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close