হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে মানুষের ঢল
সময়ের আলো অনলাইন
|
![]() শনিবার তীব্র শীতের মধ্যেই ফজর ও জোহরের পর চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে লাখো মানুষের ঢল নামে। এ দিন চাঁদপুর পুরানবাজার মধুসূদন হাইস্কুল ময়দানে বিশাল তাফসির মাহফিলে ফজরের পর প্রধান অতিথির আলোচনা করেন আলোচিত এ বক্তা। সরেজমিনে দেখা যায়, শনিবার ফজরের আগেই ভোরের কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার মুসল্লী তার বয়ান শুনতে সম্মেলনস্থলে উপস্থিত হন। মাহফিলে মহিলাদের ওয়াজ শুনতে বিশেষ প্যান্ডেলের ব্যবস্থা ছিল। সেখানেও প্রায় লক্ষাধিক মহিলা মুনাজাতে অংশগ্রহণ করেন। পুরুষদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে চাঁদপুরের পুরানবাজার লোকারণ্য হয়ে যায়। বয়ান ও মুনাজাতে ময়দানজুড়ে কান্নার রোল পড়ে। এ সময় আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চাঁদপুর এলাকা। একই দিন দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদরাসার মাহফিলেও একই দৃশ্য দেখা যায়। মাহফিলের আয়োজক মাওলানা কামাল উদ্দীন দায়েমী বলেন, মুফতি হাবিবুর রহমান মিছবাহ আমাদের মাহফিলে জোহরের পর বয়ান করেন। ভরদুপুরে এ অঞ্চলে মাহফিলের প্রচলন না থাকলেও তার আগমনে লোকে লোকারণ্য হয়ে যায় মাদ্রাসা ময়দান। |