ই-পেপার রবিবার ২৩ মার্চ ২০২৫
রবিবার ২৩ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ২৩ মার্চ ২০২৫

‘পোশাক খাতে সার্কুলার ইকোনমির বিকাশ জরুরি’
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১২ এএম  (ভিজিট : ৩৬৪)

দেশের বিকাশমান পোশাক শিল্পের জন্য পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ও দূষণ রোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের যুগে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় পরিবেশ ও জলবায়ুর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দূষণকারী পোশাক খাত থেকে ২০ শতাংশ বর্জ্য পানি এবং ১০ শতাংশ কার্বন নিঃসরণ হয়। এমন পরিস্থিতিতে পোশাক খাতে সার্কুলার ইকোনমির বিকাশ অত্যন্ত জরুরি। ইতিমধ্যে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া তাদের অর্থনীতিকে সার্কুলার ইকোনমিতে রূপান্তরের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে এই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির প্রফেসর ও প্রজেক্ট লিডার ড. মোহাম্মদ বখতিয়ার রানা এ কথা বলেন। তিনি আরও বলেন, শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বড় বড় প্রতিষ্ঠানে নজর দিচ্ছে। কিন্তু হাজার হাজার ছোট ছোট প্রতিষ্ঠান কাজ করছে, যেখানে কর্মপরিবেশ ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সার্কুলার ইকোনমি সার্থক হবে না।

‘সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ’স অ্যাপারেল ইন্ডাস্ট্রি (ক্রিয়েট) শীর্ষক আন্তর্জাতিক গবেষণাটি পোশাক খাতে সার্কুলার ইকোনমির জন্য সরকারের পলিসি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহা আমানুল্লাহ, ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর এসএম সাইফুল আলম, ড্যানিস অ্যাম্বেসির সিনিয়র কনস্যুলার ওলে জাস্টিসেন।

ড্যানিডার অর্থায়নে গার্মেন্টসের ওপর ক্রিয়েট গবেষণা প্রকল্পটি যৌথভাবে ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটি ও বাংলাদেশের আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করছে। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), ড্যানিডা ফেলোশিপ সেন্টার, কোপেনহেগেন বিজনেস স্কুল, ড্যানিশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন, গ্লোবাল ফ্যাশন এজেন্ডা, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ, ইউনিভার্সিট অব লন্ডন, ম্যানচেস্টার ফ্যাশন ইনস্টিটিউট, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও এক্সেস টু ইনোভেশনসহ পোশাক খাতের বিভিন্ন অংশীজনরা যোগ দেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close