ই-পেপার শনিবার ৪ মে ২০২৪
শনিবার ৪ মে ২০২৪

বিক্রি করার পর অল্প দামে ফেরত নেওয়ার বিধান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৩:০৩ এএম  (ভিজিট : ১৭২)
আমার একটি ফার্মেসি আছে। কেনাবেচা আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমরা শুধু নগদ বিক্রি করি। বাকি বিক্রি করি না। আমাদের অনেক কাস্টমার আছে, যারা নগদ টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে যায়। পরে রোগী সুস্থ হয়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে কিছু ওষুধ তাদের প্রয়োজন পড়ে না। তারা সেসব ওষুধ আমাদের কাছে নিয়ে এলে আমরা যে দামে বিক্রি করেছি তার চেয়ে ২০% কম মূল্যে তাদের কাছ থেকে ক্রয় করে থাকি। এক্ষেত্রে আমাদের মধ্যে নতুন ক্রয়-বিক্রয় চুক্তি হয়ে থাকে। এখন আমার জানার বিষয় হলো, আমাদের এভাবে ক্রয়-বিক্রয় বৈধ হবে কি না?
মিন্টু মিয়া বগুড়া

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ক্রেতারা আপনাদের কাছে ওষুধগুলো মূলত ফেরত দিতে আসেন; বিক্রি করতে নয়, তাই তাদের সঙ্গে নতুন ক্রয়-বিক্রয় চুক্তি না করে আগের মূল্যে সেগুলো ফেরত নেওয়াই নৈতিক কর্তব্য। হাদিস শরিফে এ ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলাল্লাহ (সা.) বলেন, ‘ক্রয়-বিক্রয় চুক্তিতে অনুতপ্ত ব্যক্তির সঙ্গে যে চুক্তি প্রত্যাহার করল আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার ত্রুটি ক্ষমা করে দেবেন’ (আবু দাউদ : ৩৪৬০)। পণ্য ফেরত নেওয়ার ক্ষেত্রে মূল্য কম দিতে পারবে না। অবশ্য এ -েক্ষত্রে পণ্যগুলো পুনরায় তার থেকে কিনে নেওয়া জায়েজ আছে। তখন আগের বিক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করাও বৈধ হবে। (আলমুহিতুর রাযাবি : ২/৫২২; ফাতহুল কাদির : ৬/৬৮; আলবাহরুর রায়েক : ৬/৮২)

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close