প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:৩২ পিএম (ভিজিট : ১২৪)
কাতার বিশ্বকাপে গায়ে জড়ানো লিওনেল মেসির ৬টি জার্সি নিলাম উঠছে। এই আয়োজন করছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথবি'স। জার্সিগুলো ১০ মিলিয়ন মার্কিন ডলারের চেয়ে বেশি মূল্যে বিক্রির প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
সোমবার (২০ নভেম্বর) সোথবি'স জানায়, নিলাম চলা কালে আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর নিউ ইয়র্কে অবস্থিত প্রতিষ্ঠানটির সদর দফতরে ভক্তদের জন্য জার্সিগুলো বিনামূল্যে প্রদর্শন করা হবে।
বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের ১৯৯৮ সালে এনবিএ ফাইনালের জার্সিটি নিলামে সবচেয়ে বেশি মূল্যের রেকর্ড গড়েছিল। গতবছরের সেপ্টেম্বরে ১০ মিলিয়ন ১ লাখ মার্কিন ডলারে জার্সিটি বিক্রি হয়েছিল। সোথবি'স আশা করছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের জার্সিগুলো আরও বেশি দামে নিলামে বিক্রি হবে।
এদিকে ফুটবল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল মেসির স্বদেশী ডিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জার্সিটি। যে ম্যাচে হাত দিয়ে গোল দিয়েছিলেন কিংবদন্তী ফুটবলার। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গতবছরের মে মাসে ৯ মিলিয়ন ৩ লাখ ডলারে জার্সিটি বিক্রি হয়।
বর্তমানে এমএলএসে ইন্টার মিয়ামির হয়ে খেলা ৩৬ বছর বয়সী মেসি বার্সেলোনায় ১৭ বছর কাটিয়েছেন, একাধিকবার স্পেনের লিগ এবং চারবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি ব্যালন ডি'অর জিতেছেন রেকর্ড আটবার। গত বছর জিতেছেন কাতার বিশ্বকাপ। এসব কারণেই মেসির জার্সিগুলো সবচেয়ে মূল্যে নিলামে বিক্রি হবে আশা করছে সোথবি'স।
সময়ের আলো/জেডআই