প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৮:০৫ পিএম (ভিজিট : ৫১৪)
জমকালো আয়োজনে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড’২০২৩। এতে সেরা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা বিনোদন সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আবারও মঞ্চে ডিগবাজি দিয়ে আলোচনায় এসেছে আলোচিত অভিনেতা জায়েদ খান।
রোববার (২৪ ডিসেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল হলরুমে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢাকা থেকে এসেছেন অভিনেতা জায়েদ খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, অভিনেতা মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ।
সময়ের আলো/এম