ই-পেপার সোমবার ২৯ এপ্রিল ২০২৪
সোমবার ২৯ এপ্রিল ২০২৪

হারামের টাকায় বানানো ঘরে বসবাসের বিধান
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৩:১৬ এএম  (ভিজিট : ৭১২)
পৃথিবীতে চলাফেরার জন্য সম্পদ দরকার। এ জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বৈধ উপায়ে উপার্জিত সম্পদ ব্যবহার করতে। কখনোই অবৈধ পথে সম্পদ উপার্জন করা উচিত নয়। অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ ভোগ করাও বৈধ নয়। তবে যদি অজ্ঞতাবশত কেউ হালাল সম্পদের সঙ্গে হারাম সম্পদের মালিক হয়ে যায় এবং সে সম্পদ দিয়ে ঘর নির্মাণ করে তবে কি সে ঘরে থাকা যাবে?

কেউ কেউ মনে করেন হালাল-হারাম উভয় ধরনের সম্পদ দ্বারা ঘর তৈরি করলে এবং এতে হারাম মালের পরিমাণ কম থাকলে অসুবিধা হবে না। আসল কথা হচ্ছে, হারাম সম্পদ কম থাকলেই তা বৈধ হয়ে যায় না। হারাম মাল অল্প হোক বা বেশি তা ভোগ করা যাবে না। কেউ যদি না জেনে এমন কাজ করে থাকে তা হলে পূর্ণ হালাল উপায়ে উপকৃত হওয়ার সুযোগ বের করতে হবে। যে পরিমাণ হারাম মাল ব্যয় করা হয়েছে তার মালিক জানা থাকলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর মালিক জানা না থাকলে তার পক্ষ হতে ওই পরিমাণ অর্থ সদকা করে দিতে হবে। এ পন্থা অবলম্বন করলে ওই ঘর থেকে উপকৃত হওয়া বৈধ হবে। (মাবসুত সারাখসী : ১০/১৯৬; আদ্দুররুল মুখতার : ২/২৯২)

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close