ই-পেপার বৃহস্পতিবার ২ মে ২০২৪
বৃহস্পতিবার ২ মে ২০২৪

জবির প্রথম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের করণীয়
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৮২)
আগামী ১১ জানুয়ারি জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তন-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবর্তনে অংশ নেবেন সাড়ে ১৮ হাজার শিক্ষার্থী। পুরান ঢাকার ধূপখোলায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ^বিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. অরুণ কুমার বসাক। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের ৭, ৮ ও ৯ জানুয়ারি অফিস চলাকালীন সময়ে (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) নিজ নিজবিভাগ থেকে কস্টিউম, ব্যাগ ও গিফট সংগ্রহ করতে পারবেন। ২০-৩০ ডিসেম্বর পর্যন্ত ‘এন্ট্রিপাস’ সংগ্রহ করতে পারবেন। এন্ট্রিপাসের রঙিন প্রিন্ট নিতে হবে। এন্ট্রিপাসের তিনটি অংশ থাকবে, যা দিয়ে যথাক্রমে কস্টিউম সংগ্রহ, কনভোকেশন ভেন্যুতে প্রবেশ এবং মূল সনদ সংগ্রহ করা যাবে। এন্ট্রিপাসটি শুধু একবারই প্রিন্ট করা যাবে। কোনো কারণে প্রিন্ট করতে ব্যর্থ হলে বা প্রিন্টকৃত রঙিন এন্ট্রিপাস হারিয়ে গেলে ২ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রার দফতরে যোগাযোগ করতে হবে। এন্ট্রিপাস প্রিন্ট করার জন্য (িি.িলহঁ.ধপ.নফ/পড়হাড়পধঃরড়হ) সাইটে প্রবেশ করে মেসেজের মাধ্যমে প্রাপ্ত টোকেন নম্বর এন্ট্রি করে ঝবধৎপয বাটনে ক্লিক করলে এন্ট্রিপাস ‘ডাউনলোড/প্রিন্ট’ অপশন পাওয়া যাবে। এন্ট্রিপাশ প্রিন্ট (রঙিন) করে সংরক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে যারা ইতোমধ্যে মূল সনদ উত্তোলন করেছেন তারা দ্বিতীয়বার মূল সনদ পাবেন না। তাদের তালিকা পরবর্তীতে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়াও গ্র্যাজুয়েটরা সমাবর্তনের দিন (১১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, ১২ জানুয়ারি ও ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা নিজ নিজ বিভাগ থেকে মূল সনদ গ্রহণ করতে পারবেন। উল্লেখিত তারিখের মধ্যে সনদ গ্রহণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে মূল সনদ গ্রহণ করা যাবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close