ই-পেপার সোমবার ২০ মে ২০২৪
সোমবার ২০ মে ২০২৪

স্বপ্নযাত্রায় ফর্টিস
প্রকাশ: শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৫:৪৫ পিএম  (ভিজিট : ২৬৩)
বয়স বেশি হয়নি। মাত্র দুই বছর। এরই মধ্যে ক্লাবটি চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্বপ্নযাত্রায় চ্যাম্পিয়ন্সশিপ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঠাঁই করে নিয়েছে ক্লাবটি। স্বপ্নসম উচ্চতায় উঠে আসা ক্লাবটি ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড। ক্লাবটির জন্ম ২০২০ সালে। ক্লাবটির দর্শন একটু ভিন্ন। নিজেদের একাডেমি তৈরি করেছে তারা। এই একাডেমিতে ছয় থেকে দশ বছর বয়সি ছেলেদেরকে নিয়ে এসে পেশাদার ফুটবলার তৈরি করে ফর্টিস।

ঢাকার বেরাইদে ৪০ বিঘা জমির ওপর নির্মিত ফর্টিস স্পোর্টস একাডেমি। বড় একটি খেলার মাঠের পাশে রয়েছে খেলোয়াড়দের জন্য আবাসন ব্যবস্থা। সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে খুদে ফুটবলাররা। মাঠের এক পাশে দাঁড়িয়ে শিষ্যদের ফুটবল দীক্ষা দিচ্ছেন জোসেফ নূর রহমান।

এই প্রতিবেদকের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানালেন, তার জন্ম সুইডেনে। প্রবাস জীবন বাদ দিয়ে জাতীয় দলের লাল-সবুজের জার্সি গায়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন এই ফুটবলার। শেখ জামালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেললেও সর্বশেষ ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন এই ফরোয়ার্ড। তবে ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা হারিয়ে ফেলার কারণে ফর্টিসে যোগ দেন জোসেফ নূর। নবাগত ক্লাবটির হয়ে দুই মৌসুম খেলেছেন এই ফরোয়ার্ড। তবে ইনজুরি কারণে চলমান মৌসুম থেকে ছিটকে গেলেও ফুটবল থেকে দূরে থাকতে চান না তিনি। তাই আপাতত ছোট বাচ্চাদের ফুটবলের দীক্ষা দিচ্ছেন তিনি। 

এ নিয়ে জোসেফ বলেন, ‘আপাতত বাচ্চাদের ফুটবল শেখাচ্ছি। দেশের ফুটবলে ভালো করতে হলে বয়সভিত্তিক ফুটবলার তৈরি করতে হবে। বয়সভিত্তিক দল বাড়াতে হবে। নিয়মিত বয়সভিত্তিক টুর্নামেন্ট হলে দেশের জন্য ভালো ফুটবলার তৈরি করা সম্ভব।’

ফর্টিস হতে চায় ফুটবলার তৈরি ‘আঁতুড়ঘর’। বিপিএলে উঠলেও বেরাইদের ক্লাবটি প্রিমিয়ার লিগের যাত্রাটা করতে চায় একটু ভিন্নভাবে। 

ক্লাবটির সভাপতি শাহিন হাসান বলেন, ‘আমরা তরুণ খেলোয়াড় তৈরি করতে চাই। প্রিমিয়ার লিগে আমরা মাঝারি মানের দল হয়ে থাকতে চাই। আমাদের পরিকল্পনা, তৃণমূল থেকে ফুটবলার তৈরি করে পাইপলাইন ঠিক রাখা। এভাবে করতে পারলে আমাদের ক্লাবটি একসময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’

ফুটবলার তৈরির অংশ হিসেবে ঢাকার বাইরে ৯টি ট্রেনিং সেন্টার তৈরির পরিকল্পনা করছে ফর্টিস। উদ্দেশ, নিজেদের দলে খেলানোর পাশাপাশি অন্য ক্লাবের কাছে ফুটবলার বিক্রি। ক্লাবটির সভাপতির ভাষ্যমতে, নিজেদের টাকা-পয়সা দিয়ে ফুটবল ক্লাব চালালে একসময় অর্থ ফুরিয়ে যাবে। তাই আমরা আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ক্লাবগুলো ব্যবস্থাপনাকে অনুসরণ করতে চাই।’

বর্তমানে ফর্টিস একাডেমিতে রয়েছে ৪৫ জন ফুটবলার। যারা প্রত্যেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন। আগামী মাসে ইংল্যান্ড থেকে একাডেমির জন্য প্রধান কোচ নিয়ে আসবে ফর্টিস। বর্তমানে ফর্টিসে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদুর রহমান মিলন এবং সহকারী একাডেমি কোচের দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আতিকুর রহমান মিশু। 

মিশু বলেন, ‘ক্লাবটির শুরু থেকে এ পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন আমাদের সভাপতি (শাহিন হাসান)। তিনি প্রতিদিন অনুশীলনে এসেছেন, কোচিং স্টাফের সঙ্গে কথা বলেছেন, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।’

সম্প্রতি ফুটবল বিষয়ক আন্তর্জাতিক সাইট ‘গোলডটকমে’ ফর্টিস একাডেমির আবদুল্লাহ রায়হানকে নিয়ে সংবাদ পরিবেশন করে। যাকে ‘মিনি মেসি’ হিসেবে পরিচয় করানো হয়েছে। 

এ প্রসঙ্গে ক্লাবটির সভাপতি বলেন, ‘ছয় বছর বয়সিদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের একাডেমিতে এ রকম অনেক বাচ্চা আছে যারা খুবই প্রতিভাবান। ভালো সাপোর্ট পেলে দেশের হয়ে তারা সার্ভিস দিতে পারবে। আবদুল্লাহ রায়হানকে নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সে আমাদের একাডেমির ফুটবলার।’

/এসকে



আরও সংবাদ   বিষয়:  ফর্টিস স্পোর্টস একাডেমি  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close