ই-পেপার বৃহস্পতিবার ২ মে ২০২৪
বৃহস্পতিবার ২ মে ২০২৪

জানুয়ারিতে হবে জাতীয় অ্যাথলেটিক্স
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৪ পিএম  (ভিজিট : ১০৩)
ষ ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে আরও একবার না হওয়ার তালিকায় চলে গেল সামার অ্যাথলেটিক্স। শুক্রবার বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভায় এ বছর আসরটি আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বছরের জাতীয় চ্যাম্পিয়নশিপ আগামী বছরের শুরুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫-১৭ জানুয়ারি। সবকিছু ঠিকঠাক থাকলে ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে আসছে নভেম্বরে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ও ২১ নভেম্বর।
নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে অ্যাথলেট বের করে আনার লক্ষ্যে সারা দেশে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করবে অ্যাথলেটিক্স ফেডারেশন। আসছে নভেম্বরে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু হবে এই কর্মসূচি। শুরুতে জেলা পর্যায়ে বাছাই হবে। তারপর বিভাগীয় পর্যায়ে। চূড়ান্ত বাছাই হবে ঢাকায়। বাছাইকৃতদের নিয়ে ফেডারেশন দীর্ঘমেয়াদে আবাসিক প্রশিক্ষণ শুরু করবে। সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেছেন, ‘সভায় জাতীয় ও জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখ নির্ধারণ ছাড়াও দেশব্যাপী ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close