ই-পেপার রোববার ২৮ এপ্রিল ২০২৪
রোববার ২৮ এপ্রিল ২০২৪

সাপের বিষ উদ্ধারের মামলায় ৬ আসামি কারাগারে
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ পিএম  (ভিজিট : ২২৯)
ষ আদালত প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ছয় আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তিন দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম।  এ সময় তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলোÑ মাসুদ রানা, ছফির উদ্দিন শানু, তমজিদুল ইসলাম ওরফে মনির, আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম। এর আগে ২৫ ডিসেম্বর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর বিকালে দক্ষিণখান থানার গুলবার মুন্সি সরণি থেকে সাপের বিষসহ আসামিদের গ্রেফতার করে র‌্যাব-২। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রাখা ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এ ছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-২-এর নায়েব সুবেদার বায়েজিদ হোসেন বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা করেন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close