ই-পেপার শনিবার ২৭ এপ্রিল ২০২৪
শনিবার ২৭ এপ্রিল ২০২৪

লক্ষণের কথা জানালেই ১৪০০ ডলার
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৬ পিএম  (ভিজিট : ১০৬)
নিজের দেহে কভিড-১৯-এর লক্ষণের কথা জানানো কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিললে তাকে ১০ হাজার ইউয়ান (১৪২৬ ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের হুবেই প্রদেশের একটি শহরের কর্তৃপক্ষ।
হুবেই প্রদেশের ১০ লাখ বাসিন্দা অধ্যুষিত কিয়ানজিয়াং নামের ওই শহরটি নতুন করোনাভাইরাস সংক্রমণের উৎসস্থল উহান শহর থেকে দেড়শ কিলোমিটার দূরে। বুধবার পর্যন্ত শহরটির ১৯৭ ব্যক্তির শরীরে প্রাণঘাতী কভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে। বিবিসি।
আক্রান্তদের শনাক্ত, তাদের পৃথক রাখা ও চিকিৎসা কার্যক্রম জোরদার করতেই কিয়ানজিয়াং শহর কর্তৃপক্ষ নাগরিকদের স্বপ্রণোদিত হয়ে তাদের উপসর্গের কথা জানাতে উৎসাহিত করতে এ পদক্ষেপ নিয়েছে। তবে এ ঘোষণার আগেই যাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, তারা এ পুরস্কারের আওতায় পড়বেন না। বাসিন্দাদের কাউকে যদি স্বাস্থ্য পরীক্ষায় তাৎক্ষণিকভাবেই ‘আক্রান্ত নন’ বলে ঘোষণা করা হয়, তবে তাকেও এক হাজার ইউয়ান দেওয়া হবে বলে জানিয়েছে কিয়ানজিয়াংয়ের টাস্ক ফোর্স। আর যাদেরকে ‘সন্দেহজনক’ বলে ঘোষণা করা হবে, তারা পাবেন দুই হাজার ইউয়ান।
স্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে লোকজনকে উৎসাহিত করতে চীনের আরও বেশ কয়েকটি শহর কর্তৃপক্ষও নাগরিকদের নগদ অর্থ পুরস্কার দেওয়ার নিয়ম চালু করেছে। বেশিরভাগ এলাকাতেই পুরস্কারের অর্থের পরিমাণ ৫০০ ইউয়ানের কাছাকাছি বলে জানা গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close