ই-পেপার বৃহস্পতিবার ২ মে ২০২৪
বৃহস্পতিবার ২ মে ২০২৪

ফ্রান্সে করোনা: ২৪ ঘণ্টায় ৫৮৮ মৃত্যু, মোট সাড়ে ছয় হাজার
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ১১:৪৪ এএম আপডেট: ০৪.০৪.২০২০ ২:৪০ পিএম  (ভিজিট : ২৯২)
ফ্রান্সে করোনার প্রকোপ ক্রমাগত বাড়ছে। বলা চলে প্রতি ঘন্টায়ই এখন কয়েকজন করে মারা যাচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় শুধু ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫০৭ জনে।

ফ্রান্সের ন্যাশনাল পাবলিক হেলথ সার্ভিস জানায়, মার্চের ১ তারিখ থেকে ৫ হাজার ৯১ জন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে যাদের শতকরা ৮৩ ভাগ বৃদ্ধ। সেই সাথে ফ্রান্সের বৃদ্ধাশ্রমে মারা গেছে ১ হাজার ৪১৬ জন মানুষ।

করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৭ হাজার মানুষ। যাদের মধ্যে ৬ হাজার ৬৬২ জন মানুষের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ইনটেনসিভ কেয়ারের ৯৩ জন মানুষের বয়স ৩০ বছরের নিচে।

এদিকে বিশ্ব করোনা পরিস্থিতিও ভালো নেই। সারাবিশ্বে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে শুক্রবারই। আর আক্রান্ত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close