ই-পেপার বৃহস্পতিবার ২ মে ২০২৪
বৃহস্পতিবার ২ মে ২০২৪

৯৯৯-এ তরুণীর কল
শ্লীলতাহানির অভিযোগে সাতক্ষীরায় যুবক আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ পিএম আপডেট: ২৩.০৯.২০২০ ১১:১৮ পিএম  (ভিজিট : ১২৪)
জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরে কল করে শ্লীলতাহানির অভিযোগ করে এক তরুণী। পরে ঘটনাস্থলে গিয়ে রুবেল (১৮) নামে অভিযুক্ত ওই যুবককে আটক করে পুলিশ। বুধবার সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার অভয়তলা গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবার পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে অভয়তলা গ্রামের এক তরুণী কল করে জানায়, সে সকালে পুকুরে গোসল করতে যাওয়ার সময় একই গ্রামের এক যুবক তাকে জাপটে ধরে। সে ভয় পেয়ে চিৎকার করলে তার স্বামী ঘর থেকে বেরিয়ে এসে দুজনে মিলে অভিযুক্ত ছেলেটিকে আটক করে। পরে স্থানীয় পাটকেলঘাটা থানার ডিউটি অফিসারের সঙ্গে ওই নারীকে কথা বলিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিক পাটকেলঘাটা থানার এএসআই নিজাম ঘটনাস্থলে গিয়ে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close